প্রিন্ট এর তারিখ : ২২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রতিদ্বন্দ্বী কারা
স্টাফ রিপোর্টার ||
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নির্বাচনী চিত্রে বড় পরিবর্তন এসেছে। বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল বহাল এবং হাইকোর্টে রিট খারিজের পর আসনটিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অনেকটাই ফাঁকা মাঠে ভোটের লড়াইয়ে নামছেন। শক্ত কোনো প্রধান প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনী সমীকরণে তিনি এগিয়ে রয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বুধবার (২১ জানুয়ারি) শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট খারিজ করেন। এর ফলে ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল চূড়ান্ত হয় এবং নির্বাচনে অংশ নেওয়ার সব পথ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন আইনজীবীরা।নির্বাচন কমিশনের প্রতীক বরাদ্দ অনুযায়ী হাসনাত আবদুল্লাহ পেয়েছেন শাপলা কলি প্রতীক। বিএনপির পক্ষ থেকে আর কেউ মনোনয়ন না নেওয়ায় এই আসনে বিএনপি কিংবা কোনো স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী নেই। অন্যদিকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ আগেই তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী মনোনয়ন প্রত্যাশী থাকলেও মনোনয়ন না পাওয়ায় তিনি আর প্রার্থী হননি।তবে পুরোপুরি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয়—হাসনাত আবদুল্লাহর বিপরীতে কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থী লড়াইয়ে রয়েছেন। তারা হলেন: • গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসীম উদ্দিন — ট্রাক প্রতীক • ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার — আপেল প্রতীক • খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান — দেওয়াল ঘড়ি প্রতীক • ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল করিম — হাতপাখা প্রতীকবুধবার (২১ জানুয়ারি) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।এ বিষয়ে বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া বলেন, “এটি সম্পূর্ণ আইনি বিষয়। আমাদের প্রার্থী শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবেন।”সব মিলিয়ে কুমিল্লা-৪ আসনে নির্বাচনী উত্তাপ থাকলেও শক্ত প্রতিপক্ষের অভাবে হাসনাত আবদুল্লাহ তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত