প্রিন্ট এর তারিখ : ২২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থী সহযোগিতার বদলে বিরক্ত করছে -ড. রেদোয়ানের
টি. আর. দিদার, , চান্দিনা (কুমিল্লা) ||
সাবেক এলডিপি নেতা ড. রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগদানের পর থেকে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে স্থানীয় নেতা কর্মীরা।যোগদান করেই বিএনপির মনোনয়ন পেয়ে যান এই নেতা । পাশাপাশি উপজেলা বিএনপির সভাপতি মনোনয়ন বঞ্চিত হয়ে সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় নেতা কর্মীদের দ্বিধা বিভক্ত চরম আকার ধারণ করে ।প্রতীক বরাদ্দের পর নেতা কর্মীদের মধ্যে বিভক্তির ফলে নির্বাচনী মাঠে নানামুখী সমস্যা তৈরীর কারনে বুধবার (২১ জানুয়ারি) বিকেলে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলন করেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ ।সংবাদ সম্মেলনে রেদোয়ান আহমেদ বলেন- আমি দলীয় মনোনয়ন পাওয়ার পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় চান্দিনা উপজেলা বিএনপি’র সকল নেতা-কর্মীদের অতীতের সকল মতানৈক্য ভুলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এক সাথে কাজ করার আহ্বান জানাই। এছাড়াও যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী তাদের অনেককে আমি ব্যক্তিগত ভাবে টেলিফোন করি। কিন্তু এ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম তার লোকজনকে উস্কানী দিয়ে আমার ও আমার নেতা-কর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক মানহানীকর বক্তব্য দিয়ে চলছে।তিনি আরও বলেন- চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি তার পরিবার ও আত্মীয়-স্বজনকে দিয়ে বিএনপি’র কমিটি কুক্ষিগত করেছে। কেন্দ্রীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। আচরণবিধি লঙ্ঘণ করে যা ইচ্ছে তা-ই করে বেড়াচ্ছে। এতে বিভক্তির সাথে সাথে নির্বাচনী মাঠে নানামুখী সমস্যাও তৈরী হচ্ছে।তিনি সাংবাদিকদের জানান- গত ১৯ জানুয়ারী স্বতন্ত্র প্রার্থীর চাচাতো ভাই সাইফুল্লাহ বাপ্পি সহ বিএনপি’র ৭ জন পদধারী নেতা আমার বিরুদ্ধে উচ্চ আদালতে একটি মিথ্যা রিট দায়ের করেন। যা পরদিনই আদালত খারিজ করে দেন। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক একেএম শামসুল হক মাস্টার, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির সহ তার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত