প্রিন্ট এর তারিখ : ২২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
বিএনপি থেকে বহিষ্কার হয়ে শুকরিয়া জ্ঞাপন করলেন শাওন
টি. আর. দিদার, , চান্দিনা (কুমিল্লা) ||
কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয় ।বুধবার (২১ জানুয়ারী) রাত ৮টায় বিএনপি’র ভেরিফাইড ফেসবুক পেইজে দলীয় প্যাডে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য পাওয়া গেছে।বহিষ্কার আদেশের পর রাতেই তাৎক্ষণিক আতিকুল আলম শাওন তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে শুকরিয়া জ্ঞাপন করে স্টেটাস দেন ।তিনি তার স্টেটাসে লিখেন- "আলহামদুলিল্লাহ ও শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামীনের প্রতি। আমি নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীদের পাশে থাকতে গিয়ে এরচেয়ে বড় কিছু কোরবানি করতে সবসময় প্রস্তুত। সকলকে একটা কথা বলতে চাই আপনারা আপনাদের নির্বাচনী কাজ চালিয়ে যান। বিচলিত হবেন না। ইনশাআল্লাহ আমাদের জন্য আল্লাহপাক ভাল কিছু রাখছে।"প্রসঙ্গত, আতিকুল আলম শাওন ২০১৮ সাল থেকে চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এলডিপি নেতা ড. রেদোয়ান আহমেদকে মনোনয়ন দেয়ায় দলের বিরোধীতা করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি ।দল থেকে বহিষ্কারের পর আতিকুল আলম শাওন এর মন্তব্য জানতে তার ব্যবহৃত ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত