প্রিন্ট এর তারিখ : ২২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
শাহরাস্তিতে ইয়াবা সহ মাদক কারবারি আটক
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি ||
চাঁদপুরের শাহরাস্তিতে ৫৮ পিস ইয়াবা সহ মোঃ সুমন আহম্মদ (৪৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের শিবপুর পাটওয়ারী বাড়ী থেকে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এস আই) মোঃ আরিফ হোসাইন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।অভিযানে ওই গ্রামের পাটোয়ারী বাড়ির সুমনের ঘরে তল্লাশি করে তার হেফাজতে থাকা ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়। সে ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শিবপুর পাটোয়ারী বাড়ির শাহ আলমের পুত্র। থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত