প্রিন্ট এর তারিখ : ২২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬
ভোটের ময়দানে কার কত শক্তি? প্রার্থী সংখ্যায় এগিয়ে বিএনপি
মোহাম্মদ আলী সুমন ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটের মাঠ এখন পুরোপুরি সরগরম। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দলের দলীয় প্রার্থী ১ হাজার ৭৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন। এসব প্রার্থী ২৯৮টি সংসদীয় আসনে লড়াইয়ে নেমেছেন।তবে পাবনা-১ ও পাবনা-২ আসনের প্রার্থীরা আগামী ২৭ জানুয়ারির পর চূড়ান্ত তালিকায় যুক্ত হবেন।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক প্রদত্ত দলভিত্তিক প্রার্থী তালিকা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।⸻দলভিত্তিক প্রার্থী সংখ্যায় শীর্ষে বিএনপিইসির তথ্যমতে, এবারের নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—মোট ২৮৮ জন।এর পরের অবস্থানগুলোতে রয়েছে— • ইসলামী আন্দোলন বাংলাদেশ: ২৫৩ জন • বাংলাদেশ জামায়াতে ইসলামী: ২২৪ জন • জাতীয় পার্টি (এরশাদ): ১৯২ জন • গণঅধিকার পরিষদ: ৯০ জন • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩২ জন • স্বতন্ত্র প্রার্থী: ২৪৯ জনমাঝারি ও ছোট দলগুলোর অংশগ্রহণএছাড়া বিভিন্ন রাজনৈতিক দল থেকে অংশ নিচ্ছেন— • বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি): ৬৫ জন • বাসদ: ৩৯ জন • খেলাফত মজলিস: ৩৪ জন • আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি): ৩০ জন • বাসদ (মার্কসবাদী): ২৯ জন • জেএসডি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট: ২৬ জন করে • এনপিপি: ২৩ জন • খেলাফত মজলিসের আরেক অংশ: ২১ জনএছাড়া গণফোরাম, জনতার দল, মুক্তিজোটসহ বেশ কয়েকটি দল ১৯ জন করে প্রার্থী দিয়েছে। একাধিক ছোট দল থেকে ৫–১৫ জন করে প্রার্থী ভোটের মাঠে রয়েছেন।ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এককভাবে দিয়েছে ৪২ জন প্রার্থী।⸻যেসব দল নির্বাচনে নেইনিবন্ধিত হলেও কয়েকটি দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না। এর মধ্যে রয়েছে—বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি, ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি ও বিএনএম।এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি নির্বাচনে অংশ নিতে পারছে না।⸻মনোনয়ন থেকে চূড়ান্ত তালিকা: পরিসংখ্যান এক নজরে • মনোনয়নপত্র সংগ্রহ: ৩,৪১৭ জন • জমা দিয়েছেন: ২,৫৮০ জন • বৈধ ঘোষণা: ১,৮৫৫ জন • বাতিল: ৭২৫ জন • আপিলে প্রার্থিতা ফিরে পান: ৪৩৬ জন • পরবর্তীতে বাদ পড়েন: ৫ জন • প্রার্থিতা প্রত্যাহার: ৩০৫ জন⸻প্রচারণা শুরু, ভোট ১২ ফেব্রুয়ারিপ্রতীক বরাদ্দ শেষ হওয়ায় বৃহস্পতিবার থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নেমেছেন।আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হবে গণভোট। এতে অংশ নেবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ভোটার।সব মিলিয়ে, এবারের নির্বাচন প্রার্থী সংখ্যার দিক থেকে যেমন ব্যাপক, তেমনি রাজনৈতিকভাবে বহুমাত্রিক—ভোটের মাঠে এখন কৌশল আর জনসমর্থনের লড়াই।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত