প্রিন্ট এর তারিখ : ২২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬
মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে আহত ১০
স্টাফ রিপোর্টার ||
নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা মিছিল ঘিরে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় দিঘিরপাড় বাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দিঘিরপাড় বাজার থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম মোল্লার সমর্থকরা মুন্সিগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে নির্বাচনি প্রচারণার মিছিল বের করেন। মিছিলটি কামারখাড়া এলাকায় পৌঁছালে একই দলের সাধারণ সম্পাদক মনোয়ার খাঁনের সমর্থকদের সঙ্গে প্রথম দফার সংঘর্ষ বাধে।এর রেশ কাটতে না কাটতেই দুপুর ১টার দিকে পুলিশের উপস্থিতিতেই ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় খাঁন ও মোল্লা বংশের বিএনপি সমর্থিত দুই গ্রুপ। এ সময় লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়ালে এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে দিঘিরপাড় বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে সরে যান।খবর পেয়ে দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তাজুল ইসলাম জানান, বিএনপির মিছিল চলাকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।এদিকে টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।নির্বাচনের আগে দলীয় কোন্দলকে কেন্দ্র করে এমন সহিংসতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত