প্রিন্ট এর তারিখ : ২২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের সাথে কুমিল্লা-৯ আসনে জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির মতবিনিময়
মাসুদ পারভেজ রনি, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি ||
'চলো বাংলাদেশ একসাথে গড়ি' এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, কুমিল্লা-৯ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে দৌলতগঞ্জ স্টেশন সংলগ্ন ব্যাংক রোডে অবস্থিত দাঁড়িপাল্লার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দীকি লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করে বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে প্রশাসন, সংশ্লিষ্ট প্রার্থী, সাংবাদিকসহ সমাজের সকলে সচেষ্ট থাকবে হবে। সরওয়ার ছিদ্দিকী বলেন, আমরা নির্বাচিত হলে ইনসাফপূর্ণ ও বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। লাকসাম ও মনোহরগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলাসহ দৌলতগঞ্জ বাজার ও লাকসাম জংশনের ঐতিহ্য ফিরিয়ে আনাসহ দূরত্ব কমাতে লাকসাম-নারায়নগঞ্জ রেললাইন স্থাপন, ডাকাতিয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনাসহ সৌন্দর্য বৃদ্ধি, নতুন প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা, নবাব ফয়জুন্নেছা চৌধুরানীকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করাসহ তাঁর নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও ফয়জুন্নেসা জাদুঘরের আধুনিকায়ন, পাঁচশ শয্যার হাসপাতাল স্থাপন, কর্মসংস্থান সৃষ্টিতে ইপিজেড বা বিসিক স্থাপনের বিষয়ে আমাদের প্রচেষ্টা থাকবে। আঞ্চলিকতার কারণে কেউ উন্নয়ন বঞ্চিত থাকবে না, ইসলামের ন্যায্যতা সবাই উপভোগ করবে ইনশাআল্লাহ।কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মুহাম্মদ জহিরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সাল, এনসিপি লাকসাম উপজেলা সভাপতি আল মাহমুদ ফজলে রাব্বি সেক্রেটারি আশিকুল ইসলাম। লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহর পরিচালনায় সভায় লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত