সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
বিএনপির ডাকা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জ শহরে সবকিছু স্বাভাবিক থাকলেও বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ অন্যান্য রুটগুলো সকাল থেকে থেকে ফাঁকা দেখা গেছে। কম পরিমানে পণ্যবাহী পরিবহণ চলাচল করতে দেখা গেলেও যাত্রীবাহী বাসের দেখা পাওয়া যায়নি।
বুধবার (১নভেম্বর) সকাল থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক ছিল ফাঁকা। মাঝে মাঝে দু একটি পণ্যবাহী গাড়ী চলাচল করলেও দূরপাল্লার বা লোকাল বাস চলতে দেখা যায়নি। সিরাজগঞ্জে বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল করছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে আওয়ামীলীগ নেতাকর্মীরা। বিভিন্ন পয়েন্টে তারাও অবরোধ বিরোধী শান্তি মিছিল কর্মসূচি পালন করছে।
জেলা শহরে ও আঞ্চলিক সড়কে সিএনজি অটোরিকশা, ইজিবাইক, রিকশাসহ তিন চাকার গাড়ী গুলো অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে চলাচল করছে। দোকানপাট-অফিস আদালত খোলা থাকলেও লোক সমাগম অনেকটাই কম দেখা গেছে।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ জানিয়েছেন ,দূরপাল্লার বাস চোখে না পড়লেও মহাসড়কে পণ্যবাহী পরিহবণ চলাচল করছে। কোথাও কোন পিকেটারকে দেখা যায়নি।
আর সবকিছুই স্বাভাবিক রয়েছে, মহাসড়কে যানবাহন চলাচল করতেও দেখা গেছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।