ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নবম এশিয়ান শীতকালীন গেমস চীনা সভ্যতার সৌন্দর্য ও এশিয়ার এগিয়ে যাওয়ার শক্তি Logo ইসলামী ব্যাংক এমডি মনিরুল মাওলা’র অপসারণের দাবিতে বিক্ষোভ Logo জনগণ চায় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক : গয়েশ্বর চন্দ্র রায় Logo শিক্ষাগুরু বিশ্বাস আব্দুর রহিম এর ১৭ তম মৃত্যু বার্ষিকী Logo পহেলা ফাল্গুন, ভালবাসা ও মাতৃভাষা দিবসে ছয় কোটি টাকার ফুল বিক্রির টার্গেট Logo কালীগঞ্জে দ্রুত নিবার্চনী রোডম্যাপ ঘোষনার দাবিতে বিএনপি’র সমাবেশ Logo শেরপুরে জোড়া খুনের প্রধান আসামী গ্রেফতার Logo বন্ধ হচ্ছে বাল্লা স্থলবন্দর Logo অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে ২৪ ঘণ্টায় আটক -১৩ Logo কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা দিবস পালিত

আরেকটা ভূকম্পন চাই…সেন্টু রঞ্জন চক্রবর্তী

নিষ্প্রদীপ সন্ধ্যা নামে এখানে
তেলতেলে বালিশে শিশুরা ঘুমায় মায়ের বুক জুড়ে
অকৃতিম স্নেহ ও আদরমাখা অন্ধকারে আগামীর স্বপ্ন রচিত হয় নিভৃতে,
খড়কুটার কুসুম কুসুম উত্তাপে শীতের মোকাবেলা
নিরন্ন নিরুপায় মানুষের এ এক ভিন্ন পৃথিবী,
প্রাণবন্ত এ শহরে রাত্রি ঘনায়
প্রাণহীন মানুষেরা পশুত্বের লীলায় মেতে উঠে
ঘৃণা ও নির্লজ্জ এ সকল প্রাণীদের থেকে আশ্রয়হীন সাধারণ মানুষগুলিই অসাধারণ মানবিক।

বাবুদের বাহারি বসতির জানালার কাঁচ ছুঁয়ে যেটুক আলো আসে তাতেই তাদের ঢের চলে যায়,
অন্ধকার হাতড়িয়ে ভাতের ফুটু হাঁড়ি কিংবা ভাঙা ও চেপ্টে যাওয়া জলের কলসি আগলিয়ে রাখে তারা নিজেদের মতো করে,
মশা-মাছি ও নর্দমার নোংরা জলে হামাগুড়ি দিয়ে
বেঁচে থাকা এই সব মানুষেরাই সভ্যতার সিঁড়ি গড়ে দেয়,
অথচ
এই সব কারিগরেরাই অবহেলিত ও নিষ্পেষিত মানবেতর জীবনযাপনে অভ্যস্ত হয়ে কালের স্রোতে ভেসে চলে,
এই অদ্ভুত সমাজ তাদের উপেক্ষা করে চলেছে অনাদিকাল,

এই প্রাণহীন সভ্যতা বদলের সময় এসেছে
সময়ের চাকা ঘুরাতে হবে নিজেদের হাতে,
দিকভ্রান্ত দিশাহীন এই সমাজকে সঠিক পথের দিশা দেখাতে শেষবারের মতো আরেকটা প্রতিবাদ চাই,
আরেকটা ভূকম্পন চাই,
যাতে ঘুমিয়ে থাকা সকল আগ্নেয়গিরি অগ্নি লাভা হাতে নিয়ে একসাথে জেগে উঠে।

(আগরতলা-20/11/22)

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবম এশিয়ান শীতকালীন গেমস চীনা সভ্যতার সৌন্দর্য ও এশিয়ার এগিয়ে যাওয়ার শক্তি

SBN

SBN

আরেকটা ভূকম্পন চাই…সেন্টু রঞ্জন চক্রবর্তী

আপডেট সময় ০৫:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২

নিষ্প্রদীপ সন্ধ্যা নামে এখানে
তেলতেলে বালিশে শিশুরা ঘুমায় মায়ের বুক জুড়ে
অকৃতিম স্নেহ ও আদরমাখা অন্ধকারে আগামীর স্বপ্ন রচিত হয় নিভৃতে,
খড়কুটার কুসুম কুসুম উত্তাপে শীতের মোকাবেলা
নিরন্ন নিরুপায় মানুষের এ এক ভিন্ন পৃথিবী,
প্রাণবন্ত এ শহরে রাত্রি ঘনায়
প্রাণহীন মানুষেরা পশুত্বের লীলায় মেতে উঠে
ঘৃণা ও নির্লজ্জ এ সকল প্রাণীদের থেকে আশ্রয়হীন সাধারণ মানুষগুলিই অসাধারণ মানবিক।

বাবুদের বাহারি বসতির জানালার কাঁচ ছুঁয়ে যেটুক আলো আসে তাতেই তাদের ঢের চলে যায়,
অন্ধকার হাতড়িয়ে ভাতের ফুটু হাঁড়ি কিংবা ভাঙা ও চেপ্টে যাওয়া জলের কলসি আগলিয়ে রাখে তারা নিজেদের মতো করে,
মশা-মাছি ও নর্দমার নোংরা জলে হামাগুড়ি দিয়ে
বেঁচে থাকা এই সব মানুষেরাই সভ্যতার সিঁড়ি গড়ে দেয়,
অথচ
এই সব কারিগরেরাই অবহেলিত ও নিষ্পেষিত মানবেতর জীবনযাপনে অভ্যস্ত হয়ে কালের স্রোতে ভেসে চলে,
এই অদ্ভুত সমাজ তাদের উপেক্ষা করে চলেছে অনাদিকাল,

এই প্রাণহীন সভ্যতা বদলের সময় এসেছে
সময়ের চাকা ঘুরাতে হবে নিজেদের হাতে,
দিকভ্রান্ত দিশাহীন এই সমাজকে সঠিক পথের দিশা দেখাতে শেষবারের মতো আরেকটা প্রতিবাদ চাই,
আরেকটা ভূকম্পন চাই,
যাতে ঘুমিয়ে থাকা সকল আগ্নেয়গিরি অগ্নি লাভা হাতে নিয়ে একসাথে জেগে উঠে।

(আগরতলা-20/11/22)