কক্সবাজারের উখিয়ার ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক জি-৪ এ সন্ত্রাসীদের গুলিতে ২ রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরো এক রোহিঙ্গাকে কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
মঙ্গলবার (২১মার্চ) দুপুর ১টার সময় সশস্ত্র সন্ত্রাসীরা ক্যাম্পে ঢুকে গুলিবর্ষণ করে। এসময় রফিক নামে এক রোহিঙ্গা ঘটনাস্থলেই নিহত হয়। রফিক নামের আরো এক রোহিঙ্গাকে স্থানীয় এনজিও পরিচালিত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. আলী জানান, ১৫- ১৬ জনের একটি সন্ত্রাসী গ্রুপ টার্গেট করে গুলিবর্ষণ করে পালিয়ে যায়। নিহত দুজনেই একই ব্লকের বাসিন্দা। মো. ইয়াসিন নামের আহত গুলিবিদ্ধ রোহিঙ্গাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মরদেহ দুটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানান শেখ আলী।
এদিকে একেরপর এক হত্যাকাণ্ডের ঘটনায় অস্থির হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্প। এতে করে আতঙ্ক ছড়িয়ে পড়ছে আশ্রয় শিবিরে।