এ বছেরের জনপ্রতি সর্বোচ্চ এবং সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করেছে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি।
১৪৪৪ হিজরি সনের সাদাকাতুল ফিতর-এর হার আজ ২ এপ্রিল ২০২৩ইং রবিবার সকাল ১১ টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জনপ্রতি সর্বোচ্চ ২৬৪০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা করে ফিতরা নির্ধারণ করেছেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি। ইসলামি শরিয়াহ মতে আটা, যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যেকোন একটি দ্বারা ফিতরা আদায় করতে হয়। গম দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা‘ বা ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১৫ টাকা। যব দ্বারা ফিতরা আদায় করলে এক সা‘ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৩৯৬ টাকা। কিসমিস দ্বারা ফিতরা আদায় করলে এক সা‘ বা ১ কেজি ৩০০ গ্রাম বা এর বাজাার মূল্য ১,৬৫০ টাকা। খেজুর দ্বারা ফিতরা আদায় করলে এক সা‘ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ১,৯৮০ টাকা। পনির দ্বারা ফিতরা আদায় করলে এক সা‘ বা ১ কেজি ৩০০ গ্রাম বা এর বাজাার মূল্য ২,৬৪০ টাকা। মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উক্ত পণ্যগুলোর যেকোন একটি দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।
সংবাদ শিরোনাম
এ বছের জন প্রতি ফিতরা সর্বোচ্চ ২৫৪০ ও সর্বনিম্ন ১১৫ টাকা
- মোঃ শহিদুল ইসলাম শাহীন ভ্রাম্যমাণ প্রতিনিধি, ঢাকা মহানগর
- আপডেট সময় ১১:৪২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
- ২২৭ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ