ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঐকতান

প্রকৃতির গায়ে বাসন্তী বসন
আকাশে মেঘের খেলা,
পত্রপল্লব সবুজে সজ্জিত
অপরূপ জীবনের মেলা।

বাতাসের কোলে প্রকৃতি দোলে
মুখরিত মিষ্টি গান,
মনের মাধুরী মিশায়ে এ যেনো
চিরো নতুনের আহবান।

যেদিক তাকাই সবুজ পল্লবে
বাসন্তী রং ধরে,
এলো মনে হয় নতুন অতিথি
প্রত্যেকের ঘরে ঘরে।

সবার হৃদয়ে দিয়ে দিলো নাড়া
জেগেছে সবার প্রাণ,
প্রকৃতি মানুষে সকল সৃষ্টিতে
গড়েছে ঐকতান।

(আগরতলা 30.03.23)

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐকতান

আপডেট সময় ০৪:০০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

প্রকৃতির গায়ে বাসন্তী বসন
আকাশে মেঘের খেলা,
পত্রপল্লব সবুজে সজ্জিত
অপরূপ জীবনের মেলা।

বাতাসের কোলে প্রকৃতি দোলে
মুখরিত মিষ্টি গান,
মনের মাধুরী মিশায়ে এ যেনো
চিরো নতুনের আহবান।

যেদিক তাকাই সবুজ পল্লবে
বাসন্তী রং ধরে,
এলো মনে হয় নতুন অতিথি
প্রত্যেকের ঘরে ঘরে।

সবার হৃদয়ে দিয়ে দিলো নাড়া
জেগেছে সবার প্রাণ,
প্রকৃতি মানুষে সকল সৃষ্টিতে
গড়েছে ঐকতান।

(আগরতলা 30.03.23)