
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকাল ৪টার সময় কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডস্থ ইসলামিয়া রিচার্জ সেন্টার মাঠ প্রাঙ্গনে ১নং ওয়ার্ডে অবস্থিত ২১টি মসজিদের খতিব, পেশ ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে ১নং ওয়ার্ড ঐক্য পরিষদ ঈদ সামগ্রী বিতরণ করেন।
১নং ওয়ার্ড ঐক্য পরিষদ’র সভাপতি আজিজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
১নং ওয়ার্ড ঐক্য পরিষদ’র উপদেষ্টা, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং উপকূলিয় আদর্শ শিক্ষা নিকেতনের সভাপতি আতিক উল্লাহ কোম্পানী। এই সময় তিনি বলেন, মানবতার উপরে কোন সেবা হতে পারে না। ১নং ওয়ার্ড ঐক্য পরিষদ তেমনি একটা সংগঠন। গত করোনা থেকে লক ডাউনে অনেক বেশি ভূমিকা পালন করে ১নং ওয়ার্ড ঐক্য পরিষদ। ২০২০সাল থেকে করোনায় মানুষজন অনেক বেশি সাহায্য সহযোগীতা পেয়েছে।
তিনি আরো বলেন, সেই সময়ে মসজিদের ইমাম মোয়াজ্জেমরা কোন প্রকার সহযোগীতা পায়নি, তাই সে থেকে ১নং ওয়ার্ড ঐক্য পরিষদ ইমামদের পাশে দাঁড়িয়েছে।
১নং ওয়ার্ড ঐক্য পরিষদ’র সাধারণ সম্পাদক ওসমাণ গণি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড ঐক্য পরিষদ’র উপদেষ্টা ও ১নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইসলামি রিচার্জ সেন্টারের শিক্ষক মাওলানা মহি উদ্দিন প্রমুখ।
এতে খতিব, পেশ ইমাম ও মোয়াজ্জেম ছাড়া আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক আতিকুর রহমান, জিল্লুল করিম, ঐক্য পরিষদ’র সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম হিরো ও মোঃ বাদশা প্রমুখ।