আজিজ উদ্দিন, কক্সবাজার প্রতিনিধিঃ
“প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি”-এই প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রশাসন কক্সবাজার কর্তৃক ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার সময় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বেলুন ফেস্টুন উড্ডয়নের মাধ্যমে দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
শাহীন ইমরান বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, ডিজিটাল হচ্ছে দেশ। আমরা এখন ডিজিটাল দেশের নাগরিক। সকল জায়গায় জনগণ এখন ডিজিটাল সেবা পাচ্ছে। সরকারি সকল সেবা প্রতিষ্ঠান গুলো এখন সবার হাতের মুঠোতে।
এক ক্লিকে সবকিছু পাচ্ছে সহজে।
তিনি আরো বলেন, সরকার শহর থেকে এখন গ্রামে ডিজিটাল সেবা ছড়িয়ে দিচ্ছে সবার মাঝে। আমরা চাই ডিজিটালের সেবায় জনগণ দ্রুত সেবা গ্রহণ করুক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আমিন আল পারভেজ, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দীন, কক্সবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো: আবুল কাশেমসহ প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দ, শিক্ষক ও ছাত্র-ছাত্রী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী, ফ্রিল্যান্সার, এনজিও প্রতিনিধির সদস্যরা।
আলোচনা সভা শেষে ডিজিটাল বাংলাদেশ নিয়ে বিদ্যালয় ও কলেজ পর্যায়ে রচনার প্রতিযোগীতার বিজয়ীদের হাতে নবগত জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান পুরস্কার তুলে দেন।