পর্যটন নগরী কক্সবাজার শহরের প্রধান সড়কের পূর্ব বাজারঘাটা এলাকার সী-বার্ড হোটেল (আবাসিকে) জেসমিন আক্তার (২৭) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সী-বার্ড হোটেল এর তৃতীয় তলার ৩১০ নং কক্ষের বিছানায় মৃত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সী-বার্ড হোটেল এর মালিকের দুই ছেলে হেফাজতে নিয়েছে।
মঙ্গলবার স্বামী পরিচয়ে মোস্তাফিজুর রহমানের সঙ্গে হোটেলে ওঠেন ওই নারী। তারা স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
হোটেলের রেজিস্ট্রারে ওই নারীর নাম জেসমিন আক্তার, বয়স ২৭ এবং তার স্বামী পরিচয় দেয়া ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান, বয়স ৩৭ লেখা রয়েছে। জেসমিন আক্তার এর বাড়ি বাগেরহাট এবং মোস্তাফিজুর রহমানের বাড়ি ঢাকা বলে উল্লেখ রয়েছে রেজিষ্টারে।
জানা যায়, ঘটনার পরপরই স্বামী পরিচয়দানকারী মোস্তাফিজুর রহমান পলাতক রয়েছে।
ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির একটি টিম ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।