
সারা দেশের ন্যায় চাঁদপুরের কচুয়া উপজেলার ৪১নং তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরস্কার বিতরনি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় মাঠে উক্ত সভ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক হাসানের সঞ্চালনায় ও ম্যানেজিং কমিটির সভাপতি মো: সালাউদ্দিন সোহাগ এর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাহিদা আক্তার, আবুল খায়ের (বিদায়ী শিক্ষক), জসীম উদ্দিন ও ওমর ফারুক। বক্তারা স্বাধীনতা দিবসে দেশের জন্য জীবন উৎসর্গকারী ৩০ লক্ষ শহীদের ও সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোনের প্রতি গভীর শ্রদ্ধা পোষন করেন। তারা অচিরেই বাঙ্গালীর স্বাধীনতার ভোগের সুফল তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতি সালাউদ্দিন সোহাগ তার বক্তব্যে স্বাধীনতা সংগ্রামের চিত্র তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে গড়ে উঠা ১৯৪৮ এর প্রতিরোধ আন্দোলনই ১৯৫২ এর ভাষা আন্দোলনে রূপ নেয়। যা ১৯৫৪ সালে যুক্ত ফ্রন্টে নির্বাচনে জয়লাভ ও ১৯৫৬ সালে সংবিধান প্রনোয়নের আন্দোলনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। ১৯৫৮ সালের মার্শাল’ল বিরোধী আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৮ সালের আগরতলা ষড়যন্ত্র মামলা, ১৯৬৯ সালের গনঅভ্যুথানই ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামীলীগের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করে। ১৯৭১ সালের ৭ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন ও পাকিস্থানী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক অসহযোগ আন্দোলন প্রবৃত্তির ঘটনার মধ্যে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে উঠে বাঙ্গালী জাতী। মূলত ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্থানী হানাদার বাহিনীর স্বসস্ত্র আত্মসমর্পন এর মধ্যে দিয়ে বাঙ্গালী স্বাধীনতা লাভ করে।
এদিকে অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। একইসাথে ইতোপূর্বে বিদ্যালয় থেকে বদলি হওয়া ৪ জন সহকারি শিক্ষককে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। এসময় বিদ্যালয়ে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিল।