মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: সোমবার কিশোরগঞ্জের কটিয়াদীতে হাত পা গাছের সাথে বেঁধে এক মাদ্রাসা ছাত্রকে বেত্রাঘাত করার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার মানিক কালী ৪ নং চান্দ্পুর ২ নং ওয়ার্ডের মদিনাতুল উলূম কওমী মাদ্রাসার শিক্ষক আবদুল রশিদ (৩৫) মোঃ আবদুল্লা নামের (১১) ওই ছাত্রকে অমানবিকভাবে নির্যাতন করেন। সে ধুলদিয়া ইউনিয়নের পূর্ব পড়ুয়া গ্রামের মোঃ ফয়সাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বিকাল তিন টার সময় মাদ্রাসার শিক্ষক আব্দুল রশিদ আব্দুল্লাকে অমানবিক ভাবে মারধর করলে তার কান্না শুনতে পেয়ে তাকে উদ্ধার করে গ্রামবাসী।
পরে তারা মুঠোফোনে আবদুল্লার মাকে খবর দেয়। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা উপস্থিত হলে স্থানীয়রা ওই শিক্ষকের বিচার দাবি করে বিক্ষোভ করেন।
এসময় সন্তানের এমন অবস্থা দেখে আব্দুল্লার মা অচেতন হয়ে যায়।
এসময় সাংবাদিকের কাছে আব্দুলার দাদা বলেন, মাদ্রাসার কমিটি, গ্রামবাসী ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
৪ নং চান্দপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ সেলিম মিয়া বলেন, এরকম ভাবে ছাত্র ওপর নির্যাতন হলে বাবা-মা শিক্ষকের উপর আস্তা বিশ্বাস হারিয়ে ফেলবে।
খবর পেয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান জাহাঙ্গীর মাদ্রাসার শিক্ষক মোঃ আব্দুর রশিদকে উদ্ধার কটিয়াদী মডেল থানায় নিয়ে যায়। আটক ওই শিক্ষকের বাড়ি ঈশ্বরগঞ্জ।