
কটিয়াদীতে তুতু কবিরাজ স্মৃতি সংসদের
মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার মানিকখালী ৪ নং চাঁন্দপুর গালিম কার বাগ ৩নং ওয়ার্ড নুরুল ইসলাম তুতু কবিরাজ স্মরণীয় স্মৃতি সংসদে উক্ত মিলাদ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ বাচ্চু মিয়া।
সাধারণ সম্পাদক তপন কুমার অপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাখেন সহ-সভাপতি মিনহাছ খান রিশাদ।
পরে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী হিসেবে ডাল, চিনি, মুড়ি, বুট, দুধ এবং সেমাই বিতরণ করা হয়।