
মোঃ ওয়াহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের
আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭/৯/২০২৩) সকালে উপজেলা পরিষদ সম্মেলন ক্ষকে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন কিশোরগঞ্জ কটিয়াদী পাপুন্দিয়া-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মাদ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোহাম্মাদ মুশতাকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভুমি তামারা তাসবিহা, পৌর মেয়র শওকত উসমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এস,এম মুস্তাফিজুর রহমান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার ৪ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মাহফুজ প্রসূখ। এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণমাধ্যমকর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন।