
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মমুর দিয়া ইউনিয়ন বিএনপির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মমুরদিয়া ইউনিয়নের ৪নং, ৫নং এবং ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ -সহযোগী সংগঠনের সমন্বয়ে দলীয় কর্মকান্ড বৃদ্ধির লক্ষে মমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসার কামরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভার কাজ শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কটিয়াদি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান স্বপন, কটিয়াদি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ খলিলুর রহমান, উপজেলা তাতী দলের নেতা নয়ন ভূইয়া, মমুরদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, ওলামা দলের সিঃ সহ-সভাপতি বাচ্চু মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা খায়কুল ইসলাম লিটন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কলিম উদ্দিন, সভাপতি তাতী দল নেতা নাদেল প্রমুখ।