
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে ২৫ কেজি গাঁজা সহ আক্কাছ আলী (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) কটিয়াদী উপজেলার ধুলদিয়া ইউনিয়ন সহস্রাম ধুলদিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সহ তাকে আটক করা হয়।
আটককৃত আক্কাছ আলী উপজেলার সহস্রাম ধুলদিয়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। পুলিশ জানায় দীর্ঘদিন যাবৎ সে মাদক পাচারের সাথে জড়িত রয়েছে এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা দায়ের রয়েছে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এবং পরবর্তী আইনানুগ ব্যাবস্থা নেওয়ার জন্য কিশোরগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।
মুক্তির লড়াই ডেস্ক : 

























