ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রূপসায় রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন Logo রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত Logo যৌথভাবে মানবজাতির আরো সুন্দর ভবিষ্যত সৃষ্টি করতে হবে : চিন পিংয়ের শীর্ষক প্রবন্ধ Logo ‘সি চিন পিংয়ের প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি উচ্চতর রাজনৈতিক প্রজ্ঞার দর্শন Logo চীন দর্শনীয় স্থান পর্যটকদের জন্য মানবিক রোবট চালু করেছে Logo চীনা প্রেসিডেন্টের রাশিয়া সফর Logo চীনের ভারত-পাকিস্তানকে সংযমী হওয়ার আহ্বান Logo যুক্তরাষ্ট্রের একতরফা শুল্কারোপ আন্তর্জাতিক আর্থ-বাণিজ্য শৃঙ্খলা লঙ্ঘন করেছে Logo আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্ম জয়ন্তী Logo শেরপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

কারা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু

মোঃ নাজমুল হোসেন এমন মহানগর প্রতিনিধি, ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তার নাম আবুল বাশার (৩৬)। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন জানা গেছে।

গতকাল সোমবার দুপুরে আবুল বাশারকে মৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষীরা। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে তিনি অসুস্থ হলেন, কেন তাকে হাসপাতালে আনা হয়েছে, সে বিষয়ে কারা কর্তৃপক্ষ কিছু জানায়নি।

আবুল বাশারের পরিবারের দাবি, তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন। ২৬ জুলাই পুলিশ তাকে গ্রেফতার করে। তার পর থেকে তিনি কেরনীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। আবুল বাশার কীভাবে মারা গেলেন, সে বিষয়ে পরিবার কিছু জানে না।

আবুল বাশারের স্ত্রী সোমা বেগম বলেন, ২৮ জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশের এক দিন আগে পুলিশ আবুল বাশারকে গ্রেফতার করে। আজ দুপুরে খবর পাই, বাশার অসুস্থ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমা বেগম বলেন, হাসপাতালে এসে দেখি, বাশার মারা গেছেন। হাসপাতাল থেকে বলা হয়েছে, স্ট্রোক করে মারা গেছেন আবুল বাশার।

আবুল বাশারের কোনো রোগ ছিল না দাবি করে তিনি বলেন, বাশারের মৃত্যু কীভাবে হলো, এর সঠিক তদন্ত করতে হবে।

পরিবার জানায়, আবুল বাশারের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। মালিবাগ এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন। পেশায় চা–বিক্রেতা বাশার বিএনপির রাজনীতিও করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য আবুল বাশারের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপসায় রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন

SBN

SBN

কারা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু

আপডেট সময় ০১:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩

মোঃ নাজমুল হোসেন এমন মহানগর প্রতিনিধি, ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তার নাম আবুল বাশার (৩৬)। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন জানা গেছে।

গতকাল সোমবার দুপুরে আবুল বাশারকে মৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষীরা। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে তিনি অসুস্থ হলেন, কেন তাকে হাসপাতালে আনা হয়েছে, সে বিষয়ে কারা কর্তৃপক্ষ কিছু জানায়নি।

আবুল বাশারের পরিবারের দাবি, তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন। ২৬ জুলাই পুলিশ তাকে গ্রেফতার করে। তার পর থেকে তিনি কেরনীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। আবুল বাশার কীভাবে মারা গেলেন, সে বিষয়ে পরিবার কিছু জানে না।

আবুল বাশারের স্ত্রী সোমা বেগম বলেন, ২৮ জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশের এক দিন আগে পুলিশ আবুল বাশারকে গ্রেফতার করে। আজ দুপুরে খবর পাই, বাশার অসুস্থ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমা বেগম বলেন, হাসপাতালে এসে দেখি, বাশার মারা গেছেন। হাসপাতাল থেকে বলা হয়েছে, স্ট্রোক করে মারা গেছেন আবুল বাশার।

আবুল বাশারের কোনো রোগ ছিল না দাবি করে তিনি বলেন, বাশারের মৃত্যু কীভাবে হলো, এর সঠিক তদন্ত করতে হবে।

পরিবার জানায়, আবুল বাশারের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। মালিবাগ এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন। পেশায় চা–বিক্রেতা বাশার বিএনপির রাজনীতিও করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য আবুল বাশারের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।