
কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর এলাকা হতে ৫৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শুক্রবার (০২ জুন) সকালে চৌদ্দগ্রামের বদরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীদের আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো: চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর গ্রামের মৃত আলী আশরাফ এর ছেলে রাসেল কাজী (২৯) ও একই গ্রামের মো: শাহজাহান এর ছেলে মো: রুবেল মিয়া (২১)।
এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে। র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।