মোঃ নাজমুল হোসেন ইমন
এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৫/১১/২০২৩ খ্রি. ১৬.৪৫ ঘটিকার সময় কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন দক্ষিণ ঠাকুরপাড়া সাকিনস্থ রামমালা রোড এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সক্রিয় সদস্য (১) মোঃ মশিউর রহমান @ রাসেল (৩৭), পিতা-মোঃ আরিফুর রহমান, সাং-হরিপুর, ডাকঘর-গন্ধর্ব্যপুর, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর, (২) আবু সুফিয়ান (২০), পিতা-আব্দুস সোবহান, সাং-জয়ন্তী নগর, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, (৩) সালা উদ্দিন (৪৩), পিতা- মোঃ মনতাজ উদ্দিন, সাং-ঝলম, ইউনিয়ন-ঝলম বাজার, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা, (৪) আলাউদ্দিন (৩১), পিতা-মৃত ইসহাক, সাং-মাথিহারা, ডাকঘর-পাঁচগাছিয়া, থানা-ফেনী সদর, জেলা-ফেনী, (৫) মোঃ জুলহাস হোসেন @ জুলাস (২৫), পিতা-মৃত আব্দুল গনি, সাং-দক্ষিণ টেটেশ^র, ডাকঘর-খন্ডল হাই, ইউনিয়ন-০৪ নং বক্স মাহমুদ, থানা-পরশুরাম, জেলা-ফেনী’দেরকে গ্রেফতার করেছে। এসময় অজ্ঞাতনামা ২/৩ জন আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ০৮টি মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ সাংগঠনিক দলিলাদি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীগণ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সক্রিয় সদস্য। আসামীগণ পরস্পর যোগসাজোসে, সহায়তায় সমর্থন দিয়ে সংঘবদ্ধভাবে বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য এবং জনসাধারণের ভিতর আতংক সৃষ্টি, ধর্মীয় উগ্রবাদী মতার্দশ প্রচারের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে গোপন বৈঠকে, বিভিন্ন পরিকল্পনা, দাওয়াতি কার্যক্রম, প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণের জন্য দীর্ঘদিন যাবৎ নিয়মিতভাবে একত্রিত হয়ে তাদের নিষিদ্ধ কর্মকান্ড পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে মোঃ মশিউর রহমান রাসেল, আবু সুফিয়ান ও আলাউদ্দিন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর জেলা নায়ক। সালাউদ্দিন জেলা প্রতিনিধি এবং মোঃ জুলহাস হোসেন জুলাস সদস্য হিসেবে সংগঠনকে সমর্থন, সংগঠনের জন্য চাদাঁ প্রদান ও চাঁদা উত্তোলন, পরিকল্পনা ও প্ররোচনার দায়িত্ব পালন করে আসছিল। তারা ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় বিশ্বাকে পুঁজি করে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে তাদের আদর্শের অনুকূলে সদস্য সংগ্রহপূর্বক চাঁদা আদায়ের মাধ্যমে তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিল।
গ্রেফতারকৃত আসামী ও তাদের পলাতক সহযোগীগণ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সদস্য হয়ে, সংগঠনকে সমর্থন করে, পরস্পরকে সহযোগিতা করে প্রচার-প্রচারণার মাধ্যমে প্ররোচিত করে বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করাসহ দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্ট, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ ধ্বংস, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানার মামলা নং-৭৬, তারিখ-২৬/১১/২০২৩ খ্রি. ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৮/৯(৩)/১০/১২/১৩ রুজু করা হয়েছে।