ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বুড়িচংয়ে বাস থেকে ১৬ কেজি গাঁজাসহ কথিত স্বামী-স্ত্রী আটক Logo জাকারিয়া তাহের সুমনকে বরুড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের ফুলের শুভেচ্ছা Logo মুরাদনগরে গরম পানিতে বৃদ্ধার শরীর ঝলসে দিল প্রতিবেশি Logo বাগেরহাট ৪’টি সংসদীয় আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা Logo হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুই বাড়ি ও ১১নৌযানে আগুন Logo কচুয়া-সাচার সড়কে ডাকাতির চেস্টাকালে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ডাকাতের মৃত্যু Logo চীন কিরগিজস্তানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে ইচ্ছুক: সি চিন পিং Logo বসন্ত উৎসবে দেশে-বিদেশে মুক্তি পাওয়া চীনা চলচ্চিত্রের জয়জয়কার Logo ২০২৫ সালে বসন্ত উৎসবে সিনেমা দর্শকের সংখ্যা ১৮৭ মিলিয়ন Logo চীন-পাকিস্তান পরস্পরের বন্ধু ও সর্বকালের কৌশলগত অংশীদার :সি চিন পিং

কোস্ট গার্ড ও মাদক পাচারকারীদের মধ্যে গোলাগুলির ঘটনায় নিহত-১, আটক-১৬

  • মোঃআমান উল্লাহ:
  • আপডেট সময় ০২:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

মোঃআমান উল্লাহ:

টেকনাফের নাফনদীর মোহনা দিয়ে মাদকের চালানসহ অনুপ্রবেশকালে কোস্টগার্ডের সঙ্গে মাদক পাচারকারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত ও মাদক পাচারচক্রের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
নিহত মোসলেহ উদ্দিন (৩৫) ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। আটকদের ১১ জন বাংলাদেশি নাগরিক এবং ৫ জন রোহিঙ্গা বলে জানা গেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১১টার দিকে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাফনদীর মোহনায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মোঃ সিয়াম-উল-হক।
তিনি জানান , নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে এমন খবরে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ ও বিসিজি আউটপোস্ট শাহপরীর দ্বীপের যৌথ টহলদল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। ওই সময় মিয়ানমারের মংডু শহরের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে একটি বড় ইঞ্জিন চালিত ফিশিং বোট বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে। টহলদল বোটটিকে থামানোর সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে বঙ্গোপসাগরের পশ্চিম দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা ফাঁকা গুলিবর্ষণ করে। পরক্ষণেই বোটে থাকা লোকজন কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি চালায়। একপর্যায়ে আআত্মরক্ষার্থে কোস্টগার্ডের টহলদল পাল্টা গুলি চালায় এবং বোটটিকে জব্দ করতে সক্ষম হয়। পরে বোটে থাকা ১৬ জনকে আটক এবং দেশীয় তিনটি বন্দুক, তিনটি গুলি ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করেন।
আটককৃতদের জিজ্ঞাসাদের বরাতে তিনি আরও জানান , কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা বিপুল পরিমাণ মাদকদ্রব্য নাফ নদীতে ফেলে দেয়। ওইসব মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলমান রয়েছে। জব্দকৃত ইয়াবা, আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও আটককৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান , টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক মাদক কারবারির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে বাস থেকে ১৬ কেজি গাঁজাসহ কথিত স্বামী-স্ত্রী আটক

SBN

SBN

কোস্ট গার্ড ও মাদক পাচারকারীদের মধ্যে গোলাগুলির ঘটনায় নিহত-১, আটক-১৬

আপডেট সময় ০২:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

মোঃআমান উল্লাহ:

টেকনাফের নাফনদীর মোহনা দিয়ে মাদকের চালানসহ অনুপ্রবেশকালে কোস্টগার্ডের সঙ্গে মাদক পাচারকারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত ও মাদক পাচারচক্রের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
নিহত মোসলেহ উদ্দিন (৩৫) ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। আটকদের ১১ জন বাংলাদেশি নাগরিক এবং ৫ জন রোহিঙ্গা বলে জানা গেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১১টার দিকে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাফনদীর মোহনায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মোঃ সিয়াম-উল-হক।
তিনি জানান , নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে এমন খবরে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ ও বিসিজি আউটপোস্ট শাহপরীর দ্বীপের যৌথ টহলদল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। ওই সময় মিয়ানমারের মংডু শহরের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে একটি বড় ইঞ্জিন চালিত ফিশিং বোট বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে। টহলদল বোটটিকে থামানোর সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে বঙ্গোপসাগরের পশ্চিম দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা ফাঁকা গুলিবর্ষণ করে। পরক্ষণেই বোটে থাকা লোকজন কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি চালায়। একপর্যায়ে আআত্মরক্ষার্থে কোস্টগার্ডের টহলদল পাল্টা গুলি চালায় এবং বোটটিকে জব্দ করতে সক্ষম হয়। পরে বোটে থাকা ১৬ জনকে আটক এবং দেশীয় তিনটি বন্দুক, তিনটি গুলি ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করেন।
আটককৃতদের জিজ্ঞাসাদের বরাতে তিনি আরও জানান , কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা বিপুল পরিমাণ মাদকদ্রব্য নাফ নদীতে ফেলে দেয়। ওইসব মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলমান রয়েছে। জব্দকৃত ইয়াবা, আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও আটককৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান , টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক মাদক কারবারির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।