
নাহিদ জামান, খুলনা প্রতিনিধিঃ খুলনা জেলায় খালিশপুর থানার বাস্তুহারা এলাকায় একটি কারখানায় বিপুল পরিমান নকল ও ভেজাল খাদ্য সামগ্রী উৎপাদিত হচ্ছে। খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে এমন সংবাদ জানতে পেরে ২৪ শে আগষ্ট বৃহস্পতিবার, মেসার্স শারমিন ফুড প্রোডাক্টস ১২ নং গলি, বাস্তুহারা মেইন রোড, খালিশপুর এর দুইতলা বিশিষ্ট বাড়ির নিচতলার কারখানায় ডিবি পুলিশের অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অননুমোদিত শিশু খাদ্য, মশলা এবং রন্ধন সামগ্রী জব্দ করে। যেসকল সামগ্রী জব্দ করা হয় তা নিম্নরূপ ১) শাহী ফুল ক্রিম মিল্ক পাউডার, ২) শাহী স্বাদ-এ ম্যাজিক মশলা, ৩) শাহী বেকিং পাইডার, ৪) শাহী বেকিং সোডা, ৫) শাহী ইষ্ট, ৬) শাহী অরেঞ্জ পিৎজ্জা, ৭) শাহী জিঞ্জার পাউডার, ৮) শারমিনের শাহী ললি পপ চকলেট, ৯) বিভিন্ন মুদ্রার নকশাযুক্ত ক্যান্ডি চকলেট, ১০) শাহী হোয়াইট ভিনেগার, ১১) শাহী সয়া সস, ১২) শাহী হট টমেটো সস, ১৩) শাহী ললি পপ চকলেট, ১৪) শাহী ঘি ফ্লেভার এসেঞ্জ এবং ১৫) শাহী মশলা (চটপটি মশলা, বিরিয়ানি মশলা, চাট মশলা, মাংসের মশলা, বার বি কিউ মশলা, কালা ভুনা মশলা এবং খিচুরি মশলা) ইত্যাদি। এ দিকে উক্ত অভিযানকালে জানা যায় উক্ত প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী: শারমিন বেগম (২৭) এবং তার স্বামী-মো: শাহিন হোসেন (৩৬) দ্বয় দীর্ঘদিন যাবৎ লাইসেন্স ব্যতীত বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করে পন্য উৎপাদন করে আসছিলেন। সে প্রেক্ষিতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা উক্ত প্রতিষ্ঠানকে অননুমোদিত বিএসটিআই মানচিহ্ন ব্যবহারের জন্য বিএসটিআই আইন-২০১৮, ধারা-১৫/১৭ মূলে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা অনাদায়ে ১৫ (পনের) দিনের কারাদন্ড প্রদান করেন। এরপর উক্ত কারখানা সীলগালা করে দেওয়া হয়।
মুক্তির লড়াই ডেস্ক : 


























