ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশ ব্যাপী অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি কারী শাহবাগীদের প্রতিহত করতে বুড়িচংয়ে বিক্ষোভ Logo সিপিসি’র ঐক্যপূর্ণ নেতৃত্ব হলো ভালোভাবে বিভিন্ন কাজ করার মৌলিক নিশ্চয়তা Logo ইসি’র অধীনে এনআইডি রাখার দাবিতে শেরপুরে মানববন্ধন Logo সমাজের দুস্থ ও অসহায় মানুষের কল্যানে যাকাত, দান-অনুদান সংগ্রহ Logo সাজেকে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি Logo গচিহাটা চলন্ত ট্রেনে পাথরনিক্ষেপ প্রতিরোধকল্পে জনসচেতনা মূলক প্রচারণা অনুষ্ঠিত Logo রমজানে দইয়ের দাম কমিয়ে আলোচনায় মুরাদনগরের ক্ষুদ্র ব্যবসায়ী ইউসুফ Logo ধর্ষকের মৃত্যুদন্ড জনসম্মুখে কার্যকরের দাবীতে বাঙ্গরায় বিক্ষোভ Logo রাঙ্গামাটিতে এ বছর ৮৫ হাজার ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে Logo কালীগঞ্জে অনুমোদন না থাকায় জরিনা হাসপাতালকে সিলগালা

নিরব ভূমিকায় প্রশাসন

গোদাগাড়ীতে রাতের আঁধারে জমি কেটে মাটি বিক্রি, পুকুর খননের মহাউৎসব

মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো

দি‌নের বেলায় শুনসান নিরবতা, সন্ধ‌্যা গ‌ড়ি‌য়ে একটু অন্ধকার হ‌লেই শুরু হয় মাটি বিক্রির মহাউৎসব। ১০থেকে ১৫টি ভেকু মেশিন অর্ধশত কাঁকড়া গাড়ি একের পর এক মাটি ভর্তি গাড়ি চলে যাচ্ছে ইটভাটায় অন্যদিকে চলাচলের অযোগ্য কর্দমাক্ত মহাসড়ক যেনো মরনফাঁদ।

এভাবেই গোদাগাড়ী উপজেলা প্রশাসনের নাকের ডগায় রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে মাটিকাটা রাজাবাড়ি, ছয়ঘাটি, জিয়োলমারি, চৈতন্যপুরে চলছে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির বিশাল কর্মযজ্ঞ।

গণমাধ‌্যম কর্মী‌দের চোখ ফাঁকি দি‌তে দি‌নের আ‌লোর বদ‌লে রা‌তের অন্ধকা‌র‌কে বে‌ছে নি‌য়ে‌ছে পুকুর খেকোরা। রাজনৈ‌তিক প্রভাবশালী মহ‌লের ছত্রছায়ায় পুকুর খননে প্রশাস‌নের ভূ‌মিকাও রহস‌্যজনক। উপজেলা প্রশাসনকে বলেও কোনো প্রকার প্রতিকার পাওয়া যাচ্ছেনা। উপজেলা প্রশাসন বলছে এমন কোন অভিযোগ জানা নেই অথচ জমি এবং পুকুর মালিক বলছেন সব ম্যানেজ করা আছে।

অভিযোগ ওঠেছে, পুকুর খননে ভূমির শ্রেনী পরিবর্তনসহ নানান জটিলতা থাকলেও উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে পুকুর খনন করছেন এবং জমি কেটে ভাটায় বিক্রি করছেন গোদাগাড়ী উপজেলার প্রভাবশালী অনেক ব্যাক্তি। গোদাগাড়ী উপজেলার ইউএনও, এসিল্যান্ড টাকার বিনিময়ে ফসলি জমি এবং পুকুর খননের অনুমতি দিচ্ছেন প্রভাবশালীদের। ফসলি জমি কাটা এবং পুকুর খননের কথা বললে পাত্তাই দিচ্ছেনা গোদাগাড়ী উপজেলা প্রশাসন।

শীত মৌসুমের শুরুতেই ভূমি ও ফসলি জমি সুরক্ষা আইন উপেক্ষা করে গোদাগাড়ী উপজেলার প্রায় ৫০০বিঘা জমিতে সংস্কারের নামে চলছে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন ও মাটি বিক্রি। সংস্কারের নামে ফসলি জমিতে পুকুর খনন এতে একদিকে যেমন খাদ্য শস্য উৎপাদন কমে যাচ্ছে, অন্য দিকে মাটি পরে কর্দমাক্ত হয়ে নষ্ট হচ্ছে মহাসড়ক। চরম দূর্ভোগে পরছেন পথচারীরা।

এ বিষয়ে ফসলি জমি এবং পুকুর খননকারীরা জানান, আমাদের জমি এবং পুকুর খনন কেউ বন্ধ করতে পারবেনা আমাদের সব অনুমতি আছে। প্রশাসনকে আমরা মেনেজ করেই জমি এবং পুকুর খনন করছি।

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত বলেন, আপনি একটা লিখিত অভিযোগ দেন আমরা ব্যবস্থা নিবো। ইউএনও কে যে কোনো বিষয়ে অভিযোগ জানালে কোনো প্রকার ব্যাবস্থা না নিয়ে তিনি বলেন অফিসে আসেন সাক্ষাতে কথা বলবো।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশ ব্যাপী অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি কারী শাহবাগীদের প্রতিহত করতে বুড়িচংয়ে বিক্ষোভ

SBN

SBN

নিরব ভূমিকায় প্রশাসন

গোদাগাড়ীতে রাতের আঁধারে জমি কেটে মাটি বিক্রি, পুকুর খননের মহাউৎসব

আপডেট সময় ০৬:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো

দি‌নের বেলায় শুনসান নিরবতা, সন্ধ‌্যা গ‌ড়ি‌য়ে একটু অন্ধকার হ‌লেই শুরু হয় মাটি বিক্রির মহাউৎসব। ১০থেকে ১৫টি ভেকু মেশিন অর্ধশত কাঁকড়া গাড়ি একের পর এক মাটি ভর্তি গাড়ি চলে যাচ্ছে ইটভাটায় অন্যদিকে চলাচলের অযোগ্য কর্দমাক্ত মহাসড়ক যেনো মরনফাঁদ।

এভাবেই গোদাগাড়ী উপজেলা প্রশাসনের নাকের ডগায় রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে মাটিকাটা রাজাবাড়ি, ছয়ঘাটি, জিয়োলমারি, চৈতন্যপুরে চলছে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির বিশাল কর্মযজ্ঞ।

গণমাধ‌্যম কর্মী‌দের চোখ ফাঁকি দি‌তে দি‌নের আ‌লোর বদ‌লে রা‌তের অন্ধকা‌র‌কে বে‌ছে নি‌য়ে‌ছে পুকুর খেকোরা। রাজনৈ‌তিক প্রভাবশালী মহ‌লের ছত্রছায়ায় পুকুর খননে প্রশাস‌নের ভূ‌মিকাও রহস‌্যজনক। উপজেলা প্রশাসনকে বলেও কোনো প্রকার প্রতিকার পাওয়া যাচ্ছেনা। উপজেলা প্রশাসন বলছে এমন কোন অভিযোগ জানা নেই অথচ জমি এবং পুকুর মালিক বলছেন সব ম্যানেজ করা আছে।

অভিযোগ ওঠেছে, পুকুর খননে ভূমির শ্রেনী পরিবর্তনসহ নানান জটিলতা থাকলেও উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে পুকুর খনন করছেন এবং জমি কেটে ভাটায় বিক্রি করছেন গোদাগাড়ী উপজেলার প্রভাবশালী অনেক ব্যাক্তি। গোদাগাড়ী উপজেলার ইউএনও, এসিল্যান্ড টাকার বিনিময়ে ফসলি জমি এবং পুকুর খননের অনুমতি দিচ্ছেন প্রভাবশালীদের। ফসলি জমি কাটা এবং পুকুর খননের কথা বললে পাত্তাই দিচ্ছেনা গোদাগাড়ী উপজেলা প্রশাসন।

শীত মৌসুমের শুরুতেই ভূমি ও ফসলি জমি সুরক্ষা আইন উপেক্ষা করে গোদাগাড়ী উপজেলার প্রায় ৫০০বিঘা জমিতে সংস্কারের নামে চলছে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন ও মাটি বিক্রি। সংস্কারের নামে ফসলি জমিতে পুকুর খনন এতে একদিকে যেমন খাদ্য শস্য উৎপাদন কমে যাচ্ছে, অন্য দিকে মাটি পরে কর্দমাক্ত হয়ে নষ্ট হচ্ছে মহাসড়ক। চরম দূর্ভোগে পরছেন পথচারীরা।

এ বিষয়ে ফসলি জমি এবং পুকুর খননকারীরা জানান, আমাদের জমি এবং পুকুর খনন কেউ বন্ধ করতে পারবেনা আমাদের সব অনুমতি আছে। প্রশাসনকে আমরা মেনেজ করেই জমি এবং পুকুর খনন করছি।

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত বলেন, আপনি একটা লিখিত অভিযোগ দেন আমরা ব্যবস্থা নিবো। ইউএনও কে যে কোনো বিষয়ে অভিযোগ জানালে কোনো প্রকার ব্যাবস্থা না নিয়ে তিনি বলেন অফিসে আসেন সাক্ষাতে কথা বলবো।