গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়,দেশ গড়বো সমাজসেবায়” এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।
সোমবার (০২ জানুয়ারি ) সকালে ১০ টায় এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজ খাতুন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ড. কাওসার আলী, রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক প্রমূখ।
আলোচনা সভা শেষে, ৪৫০ টি স্বামী নিগৃহীতা ও বয়স্ক ভাতার বই ও প্রতিবন্ধীর মাঝে ৭টি হুইল চেয়ার বিতরণ ও ১৭ টি সেচ্ছাসেবী সংগঠনের মধ্যে শুভেচ্ছা স্মারক কেস্ট তুলে দেন।