গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই পতিপাদ্য কে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে যুব দিবস-২০২৩ পালিত হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টায় গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কাউসার আলী, সমাজ সেবা কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সংস্থা ও গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভা শেষে, দুই লক্ষ টাকার যুব উদ্যোক্তা ঋনের চেক বিতরণ করা হয়।