
কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলা রামপুর কোরাল খালি গ্রামে একই পরিবারের পুকুরে ডুবে দুই শিশু কন্যার মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত শিশু কন্যার নাম তাবিয়া (৪) এবং হুজাইফা (২)। মৃত দুই শিশুই উল্লেখিত গ্রামের ব্যবসায়ী সাইফুল ইসলামের কন্যা বলে জানা গেছে।
ঘটনাটি ৬ মার্চ সোমবার দুপুর ১:টার দিকে ঘটেছে বলে জানিয়েছেন নিহতদের ছোট মামা আবুল হাসেম। তিনি বলেন নিহত শিশু কন্যার মা মুন্নি আক্তার দুপুরে পুকুর থেকে ওজু করে যোহরের নামাজের উদ্দেশ্যে ঘরে ঢুকেন। প্রতিদিনের মতো বাচ্চা দুটি উঠোনে খেলা করেছিলেন।
নামাজ শেষে তিনি বাচ্চাদের দেখতে না পেয়ে খোজাখুজি করতে থাকেন।
পরে দেখেন পুকুরে তাদের মরদেহ ভেষে আছে। এ ঘটনায় পুরো গ্রাম শোকে স্থবির হয়ে আছে।