মোঃ সোহেল আমান
রাজশাহী ব্যুরো
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম নির্দেশক্রমে মোঃ বাবুল উদ্দিন সরদার অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা এর তত্ত্বাবধানে এসআই (নি:) মোঃ আসগর আলী এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ১ম অভিযানে: ধৃত আসামি ০১) মোঃ তারেক (২৫) পিতা- মোঃ হুসেন আলী ০২) মোঃ হায়াত আলী (১৮) পিতা- মোঃ মন্টু উভয় সাং হরিশপুর ইউপি শাজাহানপুর থানা সদর মডেল জেলা চাঁপাইনবাবগঞ্জ দ্বয় কে ইং ০৮/১১/২৩ তারিখ সকাল: ০৯:৩০ ঘটিকায় নরেন্দ্রপুর চেয়ারম্যানপাড়া গ্রাম থেকে ৫০ (পঞ্চাশ) গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ আটক করা হয়।
২য় অভিযানে: ধৃত আসামি ১। মোসাঃ সুফিয়ারা সফুরা বেগম (৪৪) স্বামী মোঃ মহবুর সাং হাকিমপুর থানা- সদর মডেল জেলা চাঁপাইনবাবগঞ্জ কে তার নিজ বসতবাড়ির ভিতরের বারান্দায় গরুর গোয়ালের মেঝেতে অভিনব কায়দায় পুঁতে রাখা মাটির ছোট কলসের মধ্য ৪০০ (চারশত) মাদকদ্রব্য হেরোইন সহ ইং ৮/১১/২৩ তারিখ ১৫:৩০ ঘটিকায় আটক করা হয়।
উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।