
কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজা ও একটি টি ব্যাটারি চালিত সিএনজি সহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ।
রোববার চৌদ্দগ্রাম থানার বিশেষ অভিযান পরিচালনা করে এসআই (নিরস্ত্র) মোঃ মেহেদী হাসান এবং সঙ্গীয় ফোর্সসহ চৌদ্দগ্রাম থানাধীন ০৬ নং ঘোলপাশা ইউপি এর ধনুসড়া উত্তর পাড়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসানো হয়। এসময় ০১টি ব্যাটারি চালিত সিএনজি গাড়ী তল্লাশি করে ২০ কেজি গাঁজাসহ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ভাটিয়ালপুর (গাজী বাড়ী) গ্রামের মৃত আঃ ছমিদ প্রঃ আঃ ছামাদ গাজীর ছেলে মমিন গাজী (৪৫) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ঘোলপাশা ইউপিস্থ নোয়াপাড়া গ্রামের মোঃ বশির আহম্মদের ছেলে মোঃ নাসির উদ্দিন (৩০) মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানার মামলা নং- ২১, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ রুজু করা হয়।