রাতের অন্ধকারে যে পদচিহ্ন
এঁকে ছিলে নির্বোধ মানুষের মনে
দগদগে ঘা হয়ে দিয়েছে সে জ্বালা
সেই চিহ্ন এখন শুকিয়ে এসেছে ।
ভরা গাঙ্গে রোগা ডিঙ্গির ভাঙ্গা মাস্তুল
শক্ত হাতে ধরে মাঝি
জেগে ওঠে বাঁচার উচ্ছাস ।
ঠ্যাং টিনটিনে ড্যাবরা চোখে
নিম্ন শ্রেণীর প্রত্যাখ্যাত হয়েছে সবল
শ্রেণী সংগ্রামের ভীত স্থাপন ।
সদ্য জাত নাৎসি বাহিনী
আরব সাগরে হাবুডুবু খায় ।
রাখালের বাঁশিতে রণং দেহি সুর
বিদ্রোহের শিরা উপশিরায় উষ্ণ রক্তের স্রোত ।
গৈরিক ধ্বজা অপমানিত হয়ে
নত শিরে অভিবাদন করে ।
সূর্যের এক ফালি রোদ্দুর
দাসত্বকে পুড়িয়ে খাক্ করে দিতে পারে
ফ্যাসিস্টরা অজ্ঞাত এই সত্য থেকে
তাই জ্বলে পুড়ে মরে ।
সংবাদ শিরোনাম
জ্বলে পুড়ে মরে
- সুশান্ত কাঞ্জিলাল
- আপডেট সময় ০৯:৫১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- ২২৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জ্বলে পুড়ে মরে
জনপ্রিয় সংবাদ