
মোঃ জাহিদ, ঝালকাঠি
বাড়ির আঙিনায়ই পরিচালিত হচ্ছে পার্টনার ফিল্ড স্কুলের কার্যক্রম। বই-খাতা নিয়ে এসব স্কুলে পড়ছে কৃষক-কৃষাণীরা।
ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের পিরন্ড গ্রামে ২৫ জন কৃষক কৃষাণী নিমগ্ন হয়ে শুনছেন শিক্ষকের কথা। নানা বয়সের এসব নারীরা কৃষি কাজের সঙ্গে জড়িত। কিন্তু সবাই এখানে ‘স্কুলছাত্রী, সরেজমিনে গিয়ে দেখা যায় চেয়ার-টেবিল ছাড়া এই স্কুলে শিক্ষার্থীদের হাতে কলমে শেখানো হচ্ছে কীভাবে আধুনিক উপায়ে আমন ধান চাষ করা যায়, তার রোগ ও পোকা-মাকড় ব্যবস্থাপনা, সার ও পানি ব্যবস্থাপনা, উপকারী-অপকারী পোকা সম্পর্কে মোট কথা বীজ হতে পনুরায় বীজ প্রাপ্তিতে যত আধুনিক উপায় আছে সবকিছু হাতে কলমে শেখানো হচ্ছে।
কৃষকরা জানান, এসব স্কুলে পড়ে তারা অনেক কিছুই শিখতে পারছেন। জমিতে সঠিক মাত্রায় সার, সঠিক সময়ে জমিতে পানি রাখার গুরুত্ব, সঠিক পদ্ধতিতে বালাইনাশকের ব্যবহার, আইপিএম পদ্ধতি পোকা দমনসহ এই স্কুলে পড়ে তারা অনেক কিছুই শিখতে পারছেন।
ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ জানান যে, এটি পার্টনার প্রকল্পের আমন ধানের একটি পার্টনার ফিল্ড স্কুল। এই স্কুলে ধানের সময় উপযোগী সেশন পরিচালনার মাধ্যমে কৃষকদে বাস্তব ও হাতে কলমে । বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। যার মাধ্যমে কৃষকরা কৃষিক আরও আধুনিক, বানিজ্যিক ও স্মার্ট কৃষিতে রূপান্তর কৃষিতে করতে পারবে বলে মনে করছি। এসব স্কুলে শিক্ষা নিয়ে ফসলের রোগবালাই দমন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা মিটাতে ভূমিকা রাখতে পারছেন তারা। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রিসিলিয়েন্স ইন বাংলাদেশ- পার্টনার প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে ‘পার্টনার ফিল্ড স্কুল’ নামে এসব স্কুল। উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচালিত প্রতিটি স্কুলে ২৫ জন কৃষক সপ্তাহে একদিন করে ১০ টি সেশনে ক্লাস করেন। উপজেলা কৃষি অফিসার ও এসএপিপিও সহায়তাকারী হিসেবে এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আয়োজনকারী হিসেবে এই স্কুলের সেশন স্কুল পরিচালনা করেন।
ঝালকাঠি সদরের নথুল্লাবাদ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফাইজুল ইসলাম জানান, পার্টনার স্কুলে পড়ে কৃষকরা কৃষি ও পারিবারিক পুষ্টি বিষয়ে দক্ষ হয়ে উঠেছেন। বিশেষ করে নারীরা সন্তান লালন পালন ও পারিবারিক পুষ্টি চাহিদা মিটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছেন।