ঝিনাইদহের শৈলকুপায় ইয়াবাসহ সহ
হৃদয় জাদ্দার (২৩) নামে এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব সূত্রে জানা গেছে, শনিবার (৮ এপ্রিল-২৩) র্যাব-৬, সিপিসি- ২, ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ঝিনাইদহ জেলার শৈলকুপা বাজারস্থ চৌরাস্তা মোড় এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে আবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দলটি এদিন সন্ধ্যা পোনে ৭ টার সময় শৈলকুপার চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হৃদয় জেয়াদ্দারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ঝিনাইদহ জেলার শৈলকূপা বিজলিয়া গ্রামের বিল্লাল জেয়াদ্দারের ছেলে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল, ২টি সিমকার্ড এবং নগদ ১০০ টাকা উদ্ধার করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।