প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। কাঠফাটা রোদে অতিষ্ঠ সকল প্রাণীকুল। বৃষ্টির না হওয়ার কারণে নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ।
তাই বৃষ্টির আশায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশরবা গ্রামের মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করেছেন গ্রামবাসী।
শুক্রবার (১৪ এপ্রিল) জুম্মার নামাজের পর খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে ঈশরবা গ্রামের প্রায় ২ শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঈশরবা জামতালা জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম।এ বিষয়ে ইমাম সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা
সংবাদ শিরোনাম
ঝিনাইদহ বৃষ্টির জন্য ইস্তেখারা নামাজ আদায়
- শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধিঃ
- আপডেট সময় ০৬:৫৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- ১৯৯ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ