
মো:নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি: সোমবার (৮ মে) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত তিনটি আলাদা অফিস আদেশে এ বদলি করা হয়।নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মাহমুদুল হাসানকে ডিবি গুলশান বিভাগে, মো. কামরুজ্জামানকে ভাষাণটেক থানায়, মো. শফিকুল ইসলামকে হাতিরঝিল থানায় এবং মো. খোরশেদ আলমকে বিমানবন্দর থানায় বদলি করা হয়েছে।এছাড়া শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাহমুদুর রহমানকে ট্রাফিক ওয়ারি বিভাগে এবং মো. সিরাজুল ইসলামকে পিআই-দক্ষিণখান উত্তরা বিভাগে বদলি করা হয়েছে।সশস্ত্র পুলিশ পরিদর্শক মো. কামাল হোসেন সিকদারকে প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে জানানো হয়েছে।