ঘরোয়া ফুটবলের মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ৪৬তম ম্যাচে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী দুদলই দুর্দান্ত ফুটবল খেলেছে। শুক্রবার বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে শেষ পর্যন্ত বসুন্ধরা কিংস ২-১ গোলে জয় পেয়েছে।
জোড়া গোল করেছেন বসুন্ধরা কিংসের মিগুয়েল ফিগেরা এবং ঢাকা আবাহনীর হয়ে একমাত্র গোলটি করেন রেজাউল করিম রেজা।
খেলার প্রথমার্ধে ২৬ মিনিটের সময় বসুন্ধরা কিংসের হয়ে প্রথম গোলটি করেন মিগুয়েল ফিগেরা। ফলে ১-০ গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। খেলার ৩৬ মিনিটের সময় ঢাকা আবাহনীর হয়ে গোল করে দলকে সমতায় ফেরান রেজাউল করিম। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিটের সময় গোল করেন মিগুয়েল ফিগেরা। ২-১ গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস।
শেষ দিকে আরও কিছু গোলের সুযোগ তৈরি করেছিল দুদলই। কিন্তু গোলের দেখা পায়নি। ফলে ২-১ গোলের জয় নিয়ে পূর্ণ পয়েন্ট আদায় করে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। ১০ ম্যাচে ১০জয়ে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই বসুন্ধরা কিংস।