ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘এক বিশ্ব, এক পরিবার’ শীর্ষক সুন্দর দৃষ্টিভঙ্গি, ‘বেল্ট অ্যান্ড রোড’ Logo চীনের বক্স অফিস আয়ের ঐতিহাসিক রেকর্ড Logo ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সহযোগিতা ক্ষতিগ্রস্ত করবে Logo ২০২৪ সালে চীনের পরিষেবা শিল্প দ্রুত উন্নয়ন হয়েছে Logo গুলশানে স্পা বাণিজ্যের জোরালো সিন্ডিকেট বিশেষ প্রতিনিধি Logo গাইবান্ধার সাঘাটা উপজেলায় ফ্রিল্যান্সার সামিট উদ্বোধন Logo পলাশবাড়ীতে অবৈধভাবে রাস্তার গাছ কর্তনের অভিযোগে দুই যুবক কারাগারে Logo খুলনায় পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসীসহ আটক-৪ Logo ঝিনাইগাতীতে দুই সার ব্যবসায়ীকে আর্থিক জরিমানা Logo রূপসায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

ঢাকা- বেইজিং সরাসরি ফ্লাইট হচ্ছে ‘এয়ার সিল্ক রোড’

চীন ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান বিমান পরিবহনের চাহিদা মেটাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্স ১৫ জুলাই থেকে বেইজিং তাশিং বিমানবন্দর থেকে ঢাকায় সরাসরি ফ্লাইট চালু করবে। এটি একটি ‘এয়ার সিল্ক রোড’ যা সরাসরি দু’দেশের রাজধানীকে সংযুক্ত করবে। ফ্লাইটটি চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বেইজিং তাশিং হাব থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সরাসরি ফ্লাইটের শূন্যতা পূরণ করবে।

এ রুটে এয়ারবাস এ-৩২১ বিমান চলাচলের পরিকল্পনা করা হয়েছে। বিমানটির ১৯৯টি আসন রয়েছে। প্রতি সপ্তাহের সোমবার ও শনিবার বিমানটি যাতায়াত করবে। বেইজিং তাশিং বিমানবন্দর থেকে ঢাকাগামী ফ্লাইট নম্বর হল সিজি৮০০৯, বিকেল ১৭:২০ মিনিটে বেইজিং তাশিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে, ৫ ঘন্টা ২০ মিনিট পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় ২০:৪০ মিনিটে পৌঁছাবে। ফ্লাইট নম্বর সিজি৮০১০ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় ২২:১০ এ রওনা দিয়ে ৫ ঘন্টা ৫ মিনিট যাত্রা করে পরদিন ০৫:১৫ মিনিটে বেইজিং তাশিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। একই দিনে সি’আন, হারবিন, সিউল, টোকিও ইত্যাদি রুটে ৪০টিরও বেশি অভ্যন্তরীণ ও বিদেশগামী বিমান যাতায়াত করবে। যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে, চায়না সাউদার্ন এয়ারলাইনস বেইজিং তাশিং বিমানবন্দরে আন্তর্জাতিক- থেকে- আন্তর্জাতিক যাত্রীদের জন্য এক-টিকিট এবং সরাসরি ব্যাগেজ চেক-ইন পরিষেবা প্রদান করবে।

এই রুটটি চালু হওয়ার পর, বেইজিং তাশিং হাবে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিষেবা পয়েন্ট ১৭তে উন্নীত হবে। কুয়াংচৌ-ঢাকা রুট ছাড়াও, চায়না সাউদার্ন এয়ারলাইন্সের প্রতি সপ্তাহে ৯টি ফ্লাইটসহ ঢাকার ২টি অভ্যন্তরীণ রুটও সক্রিয় থাকবে। যাত্রীদের ভ্রমণের ক্ষেত্রে আরও বিকল্প বজায় রয়েছে। একই সময়ে, ঢাকা থেকে যাত্রীরা সহজেই চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বেইজিং ও কুয়াংচৌ হাবের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, উত্তর আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়ারসহ আরও অনেক দেশে যেতে পারেন। যা যাত্রীদের ব্যবসা, পর্যটন ও কাজ আরও সহজ করে তুলবে।

সূত্র:স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

জনপ্রিয় সংবাদ

‘এক বিশ্ব, এক পরিবার’ শীর্ষক সুন্দর দৃষ্টিভঙ্গি, ‘বেল্ট অ্যান্ড রোড’

SBN

SBN

ঢাকা- বেইজিং সরাসরি ফ্লাইট হচ্ছে ‘এয়ার সিল্ক রোড’

আপডেট সময় ১২:৫০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

চীন ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান বিমান পরিবহনের চাহিদা মেটাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্স ১৫ জুলাই থেকে বেইজিং তাশিং বিমানবন্দর থেকে ঢাকায় সরাসরি ফ্লাইট চালু করবে। এটি একটি ‘এয়ার সিল্ক রোড’ যা সরাসরি দু’দেশের রাজধানীকে সংযুক্ত করবে। ফ্লাইটটি চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বেইজিং তাশিং হাব থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সরাসরি ফ্লাইটের শূন্যতা পূরণ করবে।

এ রুটে এয়ারবাস এ-৩২১ বিমান চলাচলের পরিকল্পনা করা হয়েছে। বিমানটির ১৯৯টি আসন রয়েছে। প্রতি সপ্তাহের সোমবার ও শনিবার বিমানটি যাতায়াত করবে। বেইজিং তাশিং বিমানবন্দর থেকে ঢাকাগামী ফ্লাইট নম্বর হল সিজি৮০০৯, বিকেল ১৭:২০ মিনিটে বেইজিং তাশিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে, ৫ ঘন্টা ২০ মিনিট পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় ২০:৪০ মিনিটে পৌঁছাবে। ফ্লাইট নম্বর সিজি৮০১০ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় ২২:১০ এ রওনা দিয়ে ৫ ঘন্টা ৫ মিনিট যাত্রা করে পরদিন ০৫:১৫ মিনিটে বেইজিং তাশিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। একই দিনে সি’আন, হারবিন, সিউল, টোকিও ইত্যাদি রুটে ৪০টিরও বেশি অভ্যন্তরীণ ও বিদেশগামী বিমান যাতায়াত করবে। যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে, চায়না সাউদার্ন এয়ারলাইনস বেইজিং তাশিং বিমানবন্দরে আন্তর্জাতিক- থেকে- আন্তর্জাতিক যাত্রীদের জন্য এক-টিকিট এবং সরাসরি ব্যাগেজ চেক-ইন পরিষেবা প্রদান করবে।

এই রুটটি চালু হওয়ার পর, বেইজিং তাশিং হাবে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিষেবা পয়েন্ট ১৭তে উন্নীত হবে। কুয়াংচৌ-ঢাকা রুট ছাড়াও, চায়না সাউদার্ন এয়ারলাইন্সের প্রতি সপ্তাহে ৯টি ফ্লাইটসহ ঢাকার ২টি অভ্যন্তরীণ রুটও সক্রিয় থাকবে। যাত্রীদের ভ্রমণের ক্ষেত্রে আরও বিকল্প বজায় রয়েছে। একই সময়ে, ঢাকা থেকে যাত্রীরা সহজেই চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বেইজিং ও কুয়াংচৌ হাবের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, উত্তর আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়ারসহ আরও অনেক দেশে যেতে পারেন। যা যাত্রীদের ব্যবসা, পর্যটন ও কাজ আরও সহজ করে তুলবে।

সূত্র:স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।