ভাগাড় পেলেই শুকুন খুশি
কুকুর খুশি ময়লাতে,
যতোই ঘষেন যতোই মাজেন
থাকবেই কালো কয়লাতে।
ভারি সোনায় কান কেটে যায়
বাড়ায় অনেক কলঙ্ক,
তার পরেও কেউ থেমে নেই
চাইছে সোনার পালঙ্ক।
যে দেশে গুণীজনের
কোথাও কোনো মূল্য নাই,
সে দেশে মৃর্খ্য রাজার
মাথায় শোভে মুকুটটাই।
(আগরতলা ০৭/০২/২৩)