কোন্ দেশেতে বোমা ফেটে
শিশুর দেহে রক্ত ঝরে ?
মৃত শিশুর কঙ্কালেতে
রাজ-নীতিবাজ নৃত্য করে !
কোথায় গেলো ? বুদ্ধিজীবী ?
আজকে কেন বদ্ধঘরে ?
স্বজন হারার মর্ম ব্যথা
গুমরে কাঁদে হাহাকারে ৷
এই আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷
কোন্ দেশেতে কান্না-কাটি
গ্রাম – গঞ্জে চাষির ঘরে ৷
বিষ খেয়ে কৃষক মরে
ক্ষুধার জ্বালায় ঋণের ভারে
সারের দামটা বাড়ছে কেন ?
কেউ যদি আজ প্রশ্ন করে
চাবুক মেরে ঢোকাও তাকে
জেল – গারদের লোহার ঘরে !
এই আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷
কোন্ দেশেতে নারীর মান
লুটায় ভূমে ধূলার’ পরে
ডুকরে কাঁদে ইজ্জৎ আজ
দুঃশাসনের জলসাঘরে !
কোথায় মায়ের লজ্জা আঁচল
বিকোয় সস্তা জলের দরে
সে আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷
কোন্ দেশেতে লক্ষ বেকার
নৈরাশ্যের অন্ধকারে ৷
মাথা কুটে বারে – বারে
প্রতিশ্রুতির শ্বেত পাথরে !
এত দারিদ্রতায় তবু
স্বপ্ন আঁকে দু’চোখ ভ’রে
সে আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷
…………………………………
তাং – ২৯/০৪/২০২৩
দাসপুর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর ৷