
বাংলাদেশ আওয়ামীগের উপদেষ্টা মন্ডলির সদস্য সাবেক মন্ত্রী কুমিল্লা ৪ দেবিদ্বারের সাংসদ রাজি ফখরুল ইসলাম মুন্সীর পিতা এএফএম ফখরুল ইসলাম মুন্সির রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. লিটন সরকারের আয়োজনে দেবিদ্বারের বাগুর আল মানার হাফিজিয়া মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে আল মানার হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি: যাদব রায়, সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলাম অনিক, অর্থ বিষয়ক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য মেজবাহ উদ্দিন সোহেল, দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এখলাছুর রহমান, চান্দিনা পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জনী, বড়কামতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মো. শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক অসীম পালসহ চান্দিনা ও দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীসহ অঙ্গও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা কারী মো. মনিরুজ্জামান তাহেরপুরী।
উল্লেখ্য, গত কয়েকদিন যাবত এএফএম ফখরুল ইসলাম মুন্সির মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় রাজধানীর একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন আছেন, এমতাবস্থায় বাবার রোগমুক্তি কামনায় দেবিদ্বারের সর্নস্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ইসলাম মুন্সি।