যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, একদিকে বিএনপি-জামায়াত ধ্বংসাত্মক কাজে লিপ্ত অরেকদিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা উন্নয়নকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছি। দেশের জনগণ উন্নয়নের পক্ষে।
বুধবার সন্ধ্যায় সার্কিট হাউজ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী রাসেল বলেন, গাজীপুরে বিশ্বমানের ক্রীড়া প্রশিক্ষণের লক্ষে পূবাইলে একটি ক্রিকেট একাডেমির জন্য ৩০ বিঘা জমি ক্রয় করার কার্যক্রম চলছে। এছাড়াও শেখ রাসেল ফুটবল গ্রাউন্ড তৈরি করা হবে।
তিনি আরও বলেন, প্রায় দুই কোটি টাকা ব্যায়ে নির্মিত টেনিস কমপ্লেক্সে প্যাভেলিয়ন ভবনসহ আধুনিক সুযোগ-সুবিধা থাকছে এবং ১৪ কোটি টাকা ব্যায়ে নির্মিত শেখ কামাল সুইমিং কমপ্লেক্সে পাঁচ লাইনে সাতার কাটার ব্যবস্থাসহ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট করা হয়েছে। এটি হলে খেলাধুলায় গাজীপুরের মানুষ আরও এগিয়ে যাবে।
জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ক্রীড়া সচিব পরিমল সিংহ, জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম, কাপাসিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খান প্রমুখ।