ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রূপসায় ওয়ার্ড কৃষক দলের আনন্দ মিছিল ও পথসভা Logo লালমনিরহাটের কালীগঞ্জে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার, হাতীবান্ধায় আটক-২ Logo রূপসায় রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় দ্বিতীয় দিনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo আমাদের উচিৎ বন্ধুত্ব লালন করা : যৌথ সংবাদ সম্মেলনে সি চিন পিং Logo চীনের অভূতপূর্ব সাফল্য বিশ্বকে অনুপ্রাণিত করেছে :‘ওয়াকিং ইন চায়না’ ইভেন্ট Logo সিএমজি রাশিয়া-চীনের মধ্যে সাংস্কৃতিক সেতু তৈরি করেছে Logo মস্কোর ক্রেমলিনে সি-পুতিন বৈঠক Logo মায়ানমারে পাচারকালে ইলেকট্রনিক ডিভাইসসহ ৬ পাচারকারী আটক Logo পলাশবাড়ী এলজিইডি উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ Logo কুমিল্লায় জামায়াতে ইসলামী কর্তৃক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

দেশে খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই -খাদ্য উপদেষ্টা

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ

সরকা‌রের কা‌ছে য‌থেষ্ট খাদ‌্যশস‌্য মজুত র‌য়ে‌ছে। তাই খাদ‌্য নিরাপত্তা নি‌য়ে কো‌নো ধর‌ণের শঙ্কা নেই উল্লেখ করে খাদ‌্য ও ভূ‌মি উপ‌দেষ্টা আলী ইমাম মজুমদ‌ার ব‌লে‌ছেন, গত বন‌্যায় আমন ধা‌নের যে ক্ষ‌তি হ‌য়ে‌ছে, সে ক্ষ‌তি পু‌ষি‌য়ে নি‌তে সরকার খাদ‌্যশস‌্য আমদা‌নি কর‌ছে। আর এবার হাওড় সহ সারা দে‌শে বো‌রো ধা‌নের বাম্পার ফলন হ‌বে। সব‌কিছু ঠিক থাক‌লে খা‌দ‌্য উদ্বৃত্ত হ‌বে দেশ। আর কৃষক যেন ফস‌লের ন‌্যায‌্যমূল‌্য পায়, তা নি‌শ্চিত কর‌তে নিরলস প্রচেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে সরকার।

শ‌নিবার (৫ এপ্রিল) কি‌শোরগ‌ঞ্জের অষ্টগ্রা‌ম উপজেলার অলওয়েদার সড়কের পাশে ভাতশালা হাওরে বোরো ধানের ফসলের মাট সরেজমিন পরিদর্শন ও জিরাতি কৃষকদের সাথে মতবিনিময় সভায় তি‌নি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা আরও ব‌লেন, কৃষক ও জিরা‌তিরা হ‌লো দে‌শ উন্নয়‌নের প্রথম সা‌রির সৈ‌নিক। তারা ভা‌লো থাক‌লে দেশ ভা‌লো থাক‌বে। মাথার ঘাম পা‌য়ে ফে‌লে তারা যে ফসল ফলায়,তা দি‌য়ে আমা‌দের বিপুল জনগোষ্ঠীর খাদ‌্য জোগান হয়। তি‌নি এ সময় হাও‌রের সেচ সমস‌্যা, মাছ ধরার অজুহা‌তে অ‌বৈধভা‌বে খাল‌বিল শু‌কি‌য়ে ফেলার প্রবনতা, সার বীজের প্রাপ‌্যতা নি‌শ্চিত করা, ফসল সংরক্ষণ ও এগু‌লোর ন‌্যায‌্যমূল‌্য নি‌শ্চিত কর‌তে সরকার কাজ কর‌ছে ব‌লেও উপ‌স্থিত সবাইকে আশ্বস্থ ক‌রেন। পরে উপ‌দেষ্টা ভাতশালা হাও‌রের বো‌রো‌ জমি ঘু‌রে দে‌খেন। এ সময় হাও‌রে সরাস‌রি কৃ‌ষি কা‌জের স‌ঙ্গে জ‌ড়িত কৃষক ও জিরা‌তিদের সমস‌্যার কথাও শো‌নেন তিনি।

মত বি‌নিময় সভায় জেলা প্রশাসক ফৌজিয়া খান, পু‌লিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রা‌ম উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহান,উপজেলা কৃ‌ষি অ‌ফিসার অ‌ভি‌জিত সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপসায় ওয়ার্ড কৃষক দলের আনন্দ মিছিল ও পথসভা

SBN

SBN

দেশে খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই -খাদ্য উপদেষ্টা

আপডেট সময় ০৮:৩১:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ

সরকা‌রের কা‌ছে য‌থেষ্ট খাদ‌্যশস‌্য মজুত র‌য়ে‌ছে। তাই খাদ‌্য নিরাপত্তা নি‌য়ে কো‌নো ধর‌ণের শঙ্কা নেই উল্লেখ করে খাদ‌্য ও ভূ‌মি উপ‌দেষ্টা আলী ইমাম মজুমদ‌ার ব‌লে‌ছেন, গত বন‌্যায় আমন ধা‌নের যে ক্ষ‌তি হ‌য়ে‌ছে, সে ক্ষ‌তি পু‌ষি‌য়ে নি‌তে সরকার খাদ‌্যশস‌্য আমদা‌নি কর‌ছে। আর এবার হাওড় সহ সারা দে‌শে বো‌রো ধা‌নের বাম্পার ফলন হ‌বে। সব‌কিছু ঠিক থাক‌লে খা‌দ‌্য উদ্বৃত্ত হ‌বে দেশ। আর কৃষক যেন ফস‌লের ন‌্যায‌্যমূল‌্য পায়, তা নি‌শ্চিত কর‌তে নিরলস প্রচেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে সরকার।

শ‌নিবার (৫ এপ্রিল) কি‌শোরগ‌ঞ্জের অষ্টগ্রা‌ম উপজেলার অলওয়েদার সড়কের পাশে ভাতশালা হাওরে বোরো ধানের ফসলের মাট সরেজমিন পরিদর্শন ও জিরাতি কৃষকদের সাথে মতবিনিময় সভায় তি‌নি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা আরও ব‌লেন, কৃষক ও জিরা‌তিরা হ‌লো দে‌শ উন্নয়‌নের প্রথম সা‌রির সৈ‌নিক। তারা ভা‌লো থাক‌লে দেশ ভা‌লো থাক‌বে। মাথার ঘাম পা‌য়ে ফে‌লে তারা যে ফসল ফলায়,তা দি‌য়ে আমা‌দের বিপুল জনগোষ্ঠীর খাদ‌্য জোগান হয়। তি‌নি এ সময় হাও‌রের সেচ সমস‌্যা, মাছ ধরার অজুহা‌তে অ‌বৈধভা‌বে খাল‌বিল শু‌কি‌য়ে ফেলার প্রবনতা, সার বীজের প্রাপ‌্যতা নি‌শ্চিত করা, ফসল সংরক্ষণ ও এগু‌লোর ন‌্যায‌্যমূল‌্য নি‌শ্চিত কর‌তে সরকার কাজ কর‌ছে ব‌লেও উপ‌স্থিত সবাইকে আশ্বস্থ ক‌রেন। পরে উপ‌দেষ্টা ভাতশালা হাও‌রের বো‌রো‌ জমি ঘু‌রে দে‌খেন। এ সময় হাও‌রে সরাস‌রি কৃ‌ষি কা‌জের স‌ঙ্গে জ‌ড়িত কৃষক ও জিরা‌তিদের সমস‌্যার কথাও শো‌নেন তিনি।

মত বি‌নিময় সভায় জেলা প্রশাসক ফৌজিয়া খান, পু‌লিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রা‌ম উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহান,উপজেলা কৃ‌ষি অ‌ফিসার অ‌ভি‌জিত সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।