স্টাফ রিপোর্টার: মুক্তি কামী জনতার দৈনিক মুক্তির লড়াই পত্রিকার দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বুধবার পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রফেসর নজরুল ইসলাম তামিজি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর সভাপতি ও দৈনিক বাংলাদেশের খবর এর সম্পাদক মিজানুর রহমান চৌধুরী।
দৈনিক মুক্তির লড়াই’র নির্বাহী সম্পাদক মো: দেলোয়ার হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষক ও পেশাজীবি সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, ওয়ার্ড মিডিয়া ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশরাফ সরকার, বাংলাদেশ মুক্তি পার্টির (বিএমপি) মহাসচিব মো: নুরুল আবছার, সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম কাজল প্রমুখ।
বক্তারা অতিতের মতো আগামীতেও দৈনিক মুক্তির লড়াই মুক্তি কামী জনতার কথা বলবে বলে আশা ব্যক্ত করেন।
ঢাকার বাহিরে ও খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহে দৈনিক মুক্তির লড়াই’র তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।