দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
বিধান চন্দ্র দেবনাথ
জামালগঞ্জ, সুনামগঞ্জ।
দ্রব্য মূল্য বেড়েই চলছে
দিনের পর দিন,
জিনিস পত্র কিনতে গিয়ে
করতে হচ্ছে ঋণ।
আলু পেয়াজ আদা রসুন
কিনতে যখন যাই,
সংসারের ঘানি টানা কত কষ্ট
হাড়ে হাড়ে টের পাই।
দ্রব্য মূল্য চলে যাচ্ছে
নাগালের বাইরে,
সিন্ডিকেটের ঘেরা কলে
কোথায় এখন যাই রে?
এখন থেকেই টানতে হবে
দ্রব্য মূল্যের লাগাম,
দ্রব্য মূল্য বেড়েই চলছে
ঝরছে মানুষের ঘাম।