নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বরণে প্রস্তুত হয়েছে বঙ্গভবন। সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী শপথবাক্য পাঠ করাবেন। পরে তিনি শপথ নথিতে সই করবেন।সূত্র জানায়, নতুন রাষ্ট্রপতি শপথ নেয়ার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করবেন। পরে বিদায়ী রাষ্ট্রপতি রাজধানীর নিকুঞ্জে নিজ বাসভবন ‘রাষ্ট্রপতি লজে’ চলে যাবেন।এরইমধ্যে বিদায়ী রাষ্ট্রপতি প্রয়োজনীয় জিনিসপত্র ও অন্যান্য সামগ্রী তার বাসায় স্থানান্তর করা হয়েছে। সেখানে তার যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।সোমবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠবেন। পরদিন মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে নতুন রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ দেয়া হবে।জানা যায়, শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতারা, তিন বাহিনীর প্রধানরা, কূটনীতিক, সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানটি প্রত্যক্ষ করবেন।এছাড়া নতুন রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনান রনিসহ পরিবারের অন্য সদস্যরা শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সংবাদ শিরোনাম
নতুন রাষ্ট্রপ্রতিকে বরণে প্রস্তুত বঙ্গভবন
- মো: নাজমুল হোসেন (ইমন), মহানগর প্রতিনিধি:
- আপডেট সময় ০৩:১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- ১৬১ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ