গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ধর্ষণ ও অপহরণের অভিযোগ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। র্যাব শুক্রবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত যুবকের নাম আব্দুল আলিম (২২)। তিনি গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ ঢুলিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার চাঁনপাড়া গ্রামস্থ রাস্তায় অভিযান চালিয়ে অপহ্নত সুমাইয়া খাতুন (১৬)কে উদ্ধার করে। ওই সময় ধর্ষণ ও অপহরণকারী আব্দুল আলিম গ্রেপ্তার করা হয়। এতে নেতৃত্ব দেন কোম্পানি অধিনায়ক কমান্ডার রু-ফি তাহমিন তৌকির ও উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম।
র্যাব আরোও জানায়, গত ৮ জানুয়ারী ভিকটিম সকাল আটটার দিকে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হন। অনেক খুঁজাখুঁজির পর ফেরত না আসার থানায় অভিযোগ দেন তাঁরা । আরেকটি কপি র্যাব ক্যাম্পে জমা দেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাঁদের অবস্থান শনাক্ত করে ভিকটিমকে উদ্ধার ও ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক ভিকটিমকে অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছিলেন বলে র্যাব জানায়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।
সংবাদ শিরোনাম
নাচোলে ধর্ষণ ও অপহরণের অভিযোগে গ্রেপ্তার এক, অপহৃত উদ্ধার
- মুক্তির লড়াই ডেস্ক :
- আপডেট সময় ০৩:০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
- ২৩১ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ