ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৩এপ্রিল) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শংকরাদহ গ্রামের মো: শাহানুরের ছেলে মোঃ শামি (৫) ও একই এলাকার আক্তার শাহ’র ছেলে রৌজা শাহ(৭) দুজনই পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাদের অনেক খুঁজা খুঁজির পরে পরিবারের লোকজন পুকুরে দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে, শিশু দুটির বাবা মা বারবার মূর্ছা যাচ্ছিলেন।