মোঃ মাসুদ রানা, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে নওগার নিয়ামতপুরে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (০২ জানুয়ারি) সকালে ১০ টায় এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে নিয়ামতপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আসাদুল্লাহ, কৃষি কর্মকর্তা কামরুল হাসান, অফিসার ইনচার্জ (তদন্ত) ফাহিম প্রমূখ।